সংশোধনী

অনেক সতর্ক থাকা সত্ত্বেও বইয়ে কিছু ভুল থেকে যাওয়া সম্ভব। সেটিই হয়েছে এ বইয়েও। প্রিয় পাঠকের জন্যে মহাবিশ্বের সীমানা বইয়ের ভুলগুলোর সংশোধনী এখানে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

এর বাইরে কোনো ভুল চোখে পড়লে দয়া করা লেখককে ফেসবুকে বা ইমেইলে জানানোর অনুরোধ রইল।

ভুল: বইটির ১৬২ নং পৃষ্ঠায় 'নিজেই বের করুন পৃথিবীর ব্যাসার্ধ' লেখায় দুটো ভুল আছে।
প্রথমত একটি লাইনে লেখা আছে
cosθ = [যেহেতু পড়ং θ = ] 
এই লাইনে আসলে হবে
cosθ = R / (R+h) [যেহেতু cosθ = ভুমি/অতিভুজ] 

আবার লেখাটির শেষের দিকে কয়েকটি লাইন আসেনি। এগুলো হবে:

২৪ ঘণ্টায় বা ২৪×৩৬০০ সেকেন্ডে আবর্তিত হয় ৩৬০ ডিগ্রি  
∴ ১ সেকেন্ডে আবর্তিত হয়   ৩৬০/(২৪ × ৩৬০০) ডিগ্রি 
তাহলে t সেকেন্ডে আবর্তিত হয়   ৩৬০/(২৪ × ৩৬০০) × t ডিগ্রি = t/360
এবার খেয়াল  করুন, θ এর এই মানই কিন্তু আমরা আমাদের সূত্রে বসিয়েছি।  
সঠিক মানঃ পৃথিবীর ব্যাসার্ধ = ৬.৪ × ১০^৬ ।